বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের নানা স্থানে ধান কাটতে যাবার অনুমতি পেল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩১ জন শ্রমিক। দুই ধাপে তাদের নিজ উপজেলা ও জেলার বাইরে কাজের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ কাজিপুরে মানুষকে ঘরমুখী করতে থানা পুলিশের প্রচারণা অব্যাহত
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কাজিপুর কৃষি সম্প্রসারণ অফিসার প্রসেনজিৎ তালুকদার শুভ এ সংক্রান্ত অনুমতিপত্রে স্বাক্ষর করেন। এর আগে নিয়ম মেনে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে শ্রমিকদের করোনা চেক আপ সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, এই শ্রমিকদের বাড়ি উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে। প্রতি বছরই তারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষে বাড়ি ফেরেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply