বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ‘আমার গ্রাম, আমার শহর’ (ডিজিটাল গ্রাম) প্রকল্পের চাহিদা পূরণের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে।
ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাড়াবেড় বাজারে এই অনুষ্ঠানে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মাস্টার’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এ সময় ওয়ার্ডের সকল চাহিদা পূরণে স্বীকারক্তি দেন এই চেয়ারম্যান। গ্রামের সকল সড়ক মেরামতকরণ, রাস্তায় ল্যাম্প পোস্ট, ৫-৭ জন মিলে নলকূপের সুবিধা, বাজারে ল্যাট্রিন উন্নতিকরণ, রাস্তার দিক নির্দেশক সাইনবোর্ড, ব্রিজ- কালভার্ট সহ সকল প্রকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই চাহিদা পূরণ সভায়।
এ সময় উপস্থিত ছিলেন, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, গাড়াবেড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান নান্নু, সাংবাদিক আব্দুল খালেক, সচেতন মহল সহ প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply