শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে আমানত নেয়া প্রায় অর্ধ কোটি টাকা সংগ্রহ করে এসএ এন্টারপ্রাইজ নামের একটি এনজিও উধাও হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এসএ এন্টারপ্রাইজ-এর পরিচালক মোঃ আল আমিন খান ও জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম আমানতের টাকা নিয়ে লাপাত্তা হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন প্রায় তিন হাজার গ্রাহক।
আরও পড়ুনঃ কাজিপুরে মনসুরনগর ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগীরা এসএ এন্টারপ্রাইজ (সীমান্ত বাজারের হাবিব প্লাজা) অফিসের সামনে মানববন্ধন করেন। সীমান্তবাজারে হাবিব প্লাজায় একটি অফিস ভাড়া নিয়ে দামি আসবাবপত্র দিয়ে সাজানো হয় এ প্রতিষ্ঠানটি। এসএ এন্টারপ্রাইজের লাইসেন্স নং-০০১৬৫, লাইসেন্স আইডি নং-০৬-০১৭-০০১৬৫। ওই প্রতিষ্ঠানটি গত দুই বছর ধরে ব্যবসা করে আসছে।
প্রতারণার শিকার কয়েকজন গ্রাহক বলেন, লাখে দেড় হাজার টাকা প্রতি মাসে মুনাফা দেয়ার কথা বলে প্রতিষ্ঠানটির পরিচালক ও ম্যানেজার আমাদের কাছ থেকে টাকা নেয় এবং তিন বছরে দ্বিগুণ লাভ দেয়ার কথা বলে প্রতষ্ঠানটি বিভিন্ন স্কিম চালু করে।
আরও পড়ুনঃ ইয়াবা কেনার টাকা না দেয়ায় স্ত্রীকে মারধর
অধিক মুনাফার লোভ দেখানোয় তারা আকৃষ্ট হন এবং আমানত জমা দেন। এখন তারা মুনা আসল সবই হারিয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালক আল-আমিন খানের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রশাসনের কাছে এস এ এন্টারপ্রাইজ-এর পরিচালক ও জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রাহকদের টাকা নিয়ে উধাও হওয়ার বিষয়ে একটি অভিযোগ রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply