বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের গ্রাম গুলোতে গত এক মাস ধরে গরুচোরের আতঙ্ক বিরাজ করায় ইউনিয়নের রেহাইশুড়িবের গ্রামের দুই হত দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেন এবং আল আমিন নিজেদের শোবার ঘরে গরু নিয়ে গত এক সপ্তাহ যাবৎ গরুর সাথে বাস করছেন।
আরও পড়ুনঃ কাজিপুরে আশার আলো ফাউন্ডেশন’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
জানা গেছে, রেহাইশুড়িবেড় গ্রামের কৃষক সুলতান ব্যাংক থেকে ঋণ নিয়ে এক লাখ চল্লিশ হাজার টাকায় দুটো বিদেশি জাতের গরু কেনেন। গত শনিবার রাতে তার দুটো গরুই চুরি হয়ে যায়। দুইদিন পরে রাতে একই গ্রামের মান্নান শেখের দেড় লাখ টাকা দামের একটি গরু এবং পানাগাড়ী গ্রামের শ্যামল হোসেন এর একটা গাভী ও দুইটা বলদ গরু চুরি হয়। এই চুরির পরদিন জোড়গাছা গ্রামের সিরাজ মিয়ার গোয়ালে চোরের দল হানা দেয়ায় লোকজন লোকজন বুঝতে পাড়লে গরু রেখে চোরের দল পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে কৃষক তোফাজ্জল ও আল আমিন নিজেদের শোবার ঘরে গরু নিয়ে বসবাস করছেন।
তোফাজ্জলের স্ত্রী ইয়াসমীন (৩০) জানান, “গত শনিবার (১৮ জানুয়ারি) রাতে চোরের দল আমাদের ষাঁড় গরুটি নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের ডাক-চিৎকার দেওয়ায় চোরেরা গরু রেখে পালিয়ে যায়। ভয় পেয়ে বাধ্য হয়ে গরু নিয়ে একঘরে থাকছি।” তাদের প্রতিবেশি সুরুজ আলী (৬৫) জানান, “এলাকায় গরুচোর আতঙ্ক থাকায় আমি প্রতিরাতে দুই তিনবার উঠে গোয়ালঘর চেক করি।”
কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলে আশিক গরু মালিকদের সচেতন থাকার পরামর্শ দেন এবং জানান ‘গরু চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে আমাদের টহল জোরদার করেছি।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply