সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুল আলমঃ— সিরাজগঞ্জের কাজিপুরে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লেগানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১নভেম্বর) কাজিপুর উপজেলা চত্তর থেকে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, পিআইও শাহ্ আলম মোল্লা, যুবকর্মী আব্দুল মজিদ প্রমুখ।
আরও পড়ুনঃ– কাজিপুরে মাদকসহ বিভিন্ন মামলায় আটক ১১, হাজতে প্রেরণ
ইউএনও বলেন, আপনাদের বাড়ীর আশে -পাশে থাকা মাদক সেবি ও বিক্রেতা এবংবাল্য বিয়ের তথ্য দিয়ে এসডিজির লক্ষ্য মাত্রা অর্জনে সহায়তা করুন। কেননা যুবকেরা আমাদের দেশের চালিকা শক্তি।সরকার তাদের প্রশিক্ষণ, ভাষা শেখানো এবং যথাযথ শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি স্ব-স্ব অবস্থানে থেকে সকলকে দেশ সেবায় মনোনিবেশের আহ্বান জানান।
পরে ৫১ জন যুবক-যুবতীকে ১২লক্ষ ৬০হাজার টাকার চেক প্রদান এবং সনদপত্র বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply