বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুরে অবস্থিত মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ছেলে মেয়েদের মেধার বিকাশে সহায়তা হয়ে থাকে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শারিরীক সুস্থতা ও মেধা দুটোরই প্রয়োজন। বিশেষ করে, শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ক্রীড়ানুষ্ঠান অনেক বেশি সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম বাবু মেম্বর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সহ-সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম প্রমূখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply