বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এবং কান্তনগর উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, ১২ মার্চ সকালে। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুরের কৃতি সন্তান যমুনা ব্যাংক লিঃ এর পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশাররফ হুসাইন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপণা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, অত্র ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অত্র কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক বকুল সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
ক্যাম্পে প্রায় ২৬৩৩ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয় এবং ২৪৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও অভিজ্ঞ ডাক্তার দ্বারা দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply