বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজীপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ– সিরাজগঞ্জের কাজিপুরে জেএসসি পরীক্ষা দেখতে এসে ভটভটির সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেছে নূরী ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের। আহত হয়েছে আরও দুই স্কুল ছাত্র।
শনিবার (২নভেম্বর) সকাল দশটায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের দূবলাই এলাকায় নির্মানাধীন টেক্সটাইল পলিটেকনিকের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নূরী ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার সড়াতৈল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলো একই এলাকার আল আমিনের ছেলে স্বপন মাহমুদ (১৫) ও মক্কের হোসেনের ছেলে আরমান হোসেন(১৫)। তারা সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দেখতে মোটরসাইকেলযোগে আসছিলো ঐ তিন স্কুল ছাত্র। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী তিন ছাত্রই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখারুল ইসলাম বেগতিরক অবস্থার কারনে আহত নুরী ইসলামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং বাকি দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজে রেফার্ড করে দেন।নূরীর অবস্থা আশংকাজনক হওয়ার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply