বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান ওরফে সৈকতকে (২৪) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১০টায় উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রাম থেকে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক মাহমুদুল হাসান ওরফে সৈকত (কনস্টেবল নং ৫১৬) ওই গ্রামের এস এম মনির উদ্দিন শেখ মনুর ছেলে। সে নরসিংদীর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল।
আরও পড়ুনঃ শ্রীপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন — উদ্দেশ্য ভোটাধিকার পরিবেশ চর্চা
আরও পড়ুনঃ গাজীপুরে জন্মদিনের দাওয়াত দিয়ে কিশোরীকে গণধর্ষণ, চার ধর্ষক গ্রেপ্তার
কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক জানান, অটক সৈকত পুলিশ পরিচয়ে দীর্ঘদিন যাবৎ তার এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। এ ব্যাপারে আমরা থানায় অবহিত করেছিলাম। পুলিশে চাকুরী করার সুবাদে স্থানীয় সাধারণ মানুষ তাকে কিছুই বলতে পারতো না।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন খান জানান, কনস্টেবল সৈকত শুক্রবার রাত ১০টার দিকে তার নিজ বাড়ীর পাশের একটি কালভার্ডে বসা ছিল। এ সময় তাকে আটক করা হয়। পুলিশের সাথে ধস্তাধস্তি করে সে পালানোর চেষ্টা করে। পরে তার দেহ তল্লাসী করে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলা (নং ২৫) দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৭তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত
তিনি আরো জানান, কনস্টেবল মাহমুদুল হাসান ওরফে সৈকত তার কর্মস্থলে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত ছিল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply