সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ— কাশ্মীর ইস্যু নিয়ে লন্ডনে পাকিস্থানী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেন । বিক্ষোভের প্রথম দিকে শান্তশিষ্ট ভাবে চললেও পরে তা হিংসার রূপ নেই। পাকিস্তানিদের ছোড়া পাথরে ভেঙে যায় ভারতীয় দূতাবাসের জানালার কাচ । এ ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
টিডিএন বাংলা সূত্রে জানা যায়, এদিন ভারতীয় দূতাবাসের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখান পাকিস্তানি বংশোদ্ভূত হাজার দশেক ব্রিটিশ নাগরিক। শান্তশিষ্ট ভাবে বিক্ষোভের মাঝেই পাথর, ডিম, টম্যাটো, জুতো ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। ঘটনায় ভেঙে যায় ভারতীয় দূতাবাসের কাঁচ।
এদিকে ভারতীয় দূতাবাসের কাঁচ ভাঙার ঘটনার নিন্দায় সরব হন বিদ্দ্বজনেরা। ট্যুইট করে নিন্দা জানান স্বয়ং লন্ডনের মেয়র সাদিক খান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply