বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— ২০১৮-১৯ কর অর্থ বছরে কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা (নারী) হিসেবে সম্মাননা পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেছর ডাঃ সুফিয়া খাতুন।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় মতিউর রহমানের নামে সড়ক উদ্বোধন
বুধবার ১৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ময়মনসিংহ অঞ্চলের কর কমিশনার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিপু, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া এবং জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ শামীমুর রহমান। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বোচ্চ সেরা করদাতাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় রিভারবাংলা নদী সভার কমিটি গঠন
প্রেসিডেন্ট আঃ হামিদ মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন কিশোরগঞ্জের একজন সফল ও প্রথিতযশা চিকিৎসক। কর্ম ও পেশায় সাফল্যে আলোকিত এই চিকিৎসক নারী। করদাতা হিসেবে কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা সম্মাননা লাভের মাধ্যমে এক উজ্জল উদাহরণ সৃষ্টি করেছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত। প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন এক পুত্র ও দুই কন্যা সন্তানের গর্ভিত জননী। তার স্বামী প্রফেসর ডাঃ আনম নৌশাদ খান। প্রেসিডেন্ট আঃ হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ সফল ও গুণী চিকিৎসক দম্পতি। কিশোরগঞ্জে স্বাস্থ্য সেবা শিক্ষায় প্রতিকৃত হিসেবে বিবেচিত। এই চিকিৎসক দম্পতি সমাজের নানামুখী উন্নয়নের পাশাপাশি আদর্শ পারিবারিক জীবনের অধিকারী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply