বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
নীলফামারী থেকে হারুন অর রশিদঃ— কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকার চেক থানায় জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর রিকশা চালক মমতাজ উদ্দিন (৫০)। তিনি সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।
রোববার দুপুরে চৌরঙ্গি মোড়ে ২লাখ ৩৬ হাজার ৪৩৮ টাকার দুটি চেক কুড়িয়ে পান তিনি। এর মধ্যে একটি এক লাখ টাকার এবং অপরটি ১ লাখ ৩৬ হাজার ৪৩৮ টাকার ছিলো।
আরও পড়ুনঃ জলঢাকায় উম্মুক্ত লটারির মাধ্যমে ধান ক্রয়ে কৃষক বাছাইয়ের কার্যক্রম শুরু
নীলফামারী থানার ওসি (তদন্ত) সূত্রে জানা গেছে, এক লাখ টাকার চেকটি ছিলো মিজানুর রহমানের এবং অপরটি পল্লীবিদ্যুৎ সমিতির। মিজানুর রহমানের চেকটির টাকা গ্রহণকারী ছিলেন শহরের শাহ মোটরস এর মালিক সেলিম শাহ।
নীলফামারী থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, চেক দুটি পাওয়ার পর থানায় নিয়ে আসেন রিকশা চালক। আমরা তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছি। তিনি এক লাখ টাকার চেকটির টাকা উত্তোলন করতে পারতেন কিন্তু করেননি। মহানুভবতা দেখিয়েছেন।
আরও পড়ুনঃ বাঁশখালী বিএমএসএফ বিজয় মাসের শুরুতেই মোমবাতি প্রজ্বালন
অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন বলেন, পুলিশের পক্ষ থেকে রিকশাচালককে মিষ্টি মুখ করানো হয়। পরে চেকের মালিকদ্বয়কে ডেকে এনে তাদের কাছে হন্তান্তর করা হয়।
তিনি বলেন, রিকশাচালক যে মহানুভবতা দেখিয়েছেন এটি বিরল। সচরাচর পাওয়া যায় না বিশেষ করে বর্তমান সময়ে তো নয়েই।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply