বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ— শিক্ষামন্ত্রী দিপু মনি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, কোচিং বাণিজ্য অনৈতিক বাণিজ্য। এ কাজ থেকে শিক্ষকদের দূরে থাকতে হবে। এ ধরনের অন্যায়ের প্রমাণ পাওয়া গেলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ৭ই মার্চের ভাষণের মাধ্যমে শিশু নেতৃত্ব গড়তে চান বেতাগীর ক্ষুদে শিল্পী মাইশা
রোববার (৫ই মার্চ) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।
আরও পড়ুনঃ মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
শিক্ষামন্ত্রী দিপু মনি আরও বলেন, আমরা অনেক অভিভাবক সন্তানদের জিপিএ-৫ পাওয়ার জন্য চাপ দিয়ে থাকি। এটা কখনো কাম্য হতে পারে না। শিক্ষার্থীদের চাপ না দিয়ের নিজের মতো বা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। যে শিক্ষার্থীরা নিজেদের মতো স্বাধীনভাবে পড়াশোনার সুযোগ পায়, তারাই এগিয়ে যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply