বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
রাঙ্গুনিয়া থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— রাঙ্গুনিয়ার পোমরায় কর্মহীন, অসহায় ও দিনমজুর ২৫০ পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন পোমরার ছাত্র পরিষদ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তৈল, ১ প্যাকেট লবন ও ১টি সাবান।
আজ শুক্রবার বাদে আছর পোমরা ইউনিয়নের সাবেক ও বর্তমান বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে তারা পোমরার বিভিন্ন গ্রামের খুঁজে খুঁজে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণের বিষয়ে সাইফুল ইসলাম ও রায়হান চৌধুরী তুষার জানান, দেশের এই বিপদের সময় আমরা নিজ উদ্যোগে চেষ্টা করেছি মানুষের পাশে দাড়ানোর। তারা আরো বলেন, আমরা আশা করবো দেশের সকল স্তরের মানুষ নিজ নিজ সার্মথ্য অনুযায়ী দরিদ্র পরিবারে পাশে দাড়াবে। সবাই মিলে কাজ করলেই বৈশ্বিক এই দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply