শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরে বৃষ্টিতে জমে থাকা ডোবার পানিতে খেলতে গিয়ে লাশ হয়ে বাবা-মা’র কোলে ফিরেছে চার শিশু। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন ভাইবোন রয়েছে। তাদের সকলের বাবা-মা মির্জাপুর পুর্বপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ডোবার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতরা হলো- বগুড়ার সোনাতলা উপজেলার দামরপাড়া এলাকার জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০), একই জেলা ও থানার সুজায়েতপুর এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার জাওয়াই এলাকার তৌহিদ মিয়ার কন্যা তানিয়া আক্তার (৯) এবং ছেলে ইব্রাহিম (৬)।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) জাবেদুল ইসলাম নিহত পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে বৃষ্টির সময় ওই চার শিশু তাদের বসতবাড়ির পাশের একটি ডোবাতে খেলতে যায়। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবার পানিতে স্থানীয়রা শিশুদের পায়ের সেন্ডেল ও জুতা ভাসতে দেখে। এরপর স্থানীয় লোকজন ডোবার পানিতে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একেক করে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, ইব্রাহিম ও ফরহাদ স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণী এবং বৃষ্টি ও তানিয়া চতুর্থ শ্রেণীতে পড়ত। বাড়ির পাশে ডোবার পানিতে খেলা করছিল তারা। ডোবার অদূরেই কমপক্ষে ১৫ ফুট গভীরতা রয়েছে। খেলার ছলে ছুটোছুটি করে তারা ডোবাতে তলিয়ে গিয়ে আর উঠতে পারেনি।
শিশুদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply