বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে শিশির চালা, পৌর এলাকার বৈরাগীরচালা ও বেতজুড়ি এলাকায় তিতাসের অভিযানে প্রায় এক হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২টি স্পটে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনঃ পাবনায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে ঐতিহাসিক মানবন্ধন অনুষ্ঠিত
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার গরগরিয়া নতুন বাজার ও শিশিরচালা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । এসময় প্রায় ৮ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ অকার্যকর করা হয় এবং ১০০০ বাড়ীর ২৬০০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় । এছাড়া আড়াই কিলোমিটার এলাকার পাইপ লাইন অপসারণ করা হয় ।
তিনি আরোও বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় উচ্চ চাপের শিল্প লাইন থেকে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা না রেখেই এসব লাইন সংযোগ দেওয়া হয়েছে, যা অত্যন্ত ঝুকিপূর্ণ । যে কোন সময় বড় ধরনের অগ্নিকান্ড বা দুর্ঘটনা ঘটতে পারে। এতে ব্যাপক জান মালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে । এসব কারনে অবৈধ সংযোগ যত দ্রুত সম্ভব অপসারন করা জরুরী। এ কারনেই তিতাস কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। অবৈধ সংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে ।
আরও পড়ুনঃ বাঁশখালী গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ সম্পন্ন
জানা গেছে, ডিগনিটি মোড়ের মোতালেব প্রধানের কলোনী, রুকন হাজীর মালিকানাধীন কলোনীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় নাসির উদ্দিন মডেল স্কুলের মালিক নাসির উদ্দিনের বাসা ও কলোনীতে শতাধিক সংযোগ ও স্টার বার্ণার পাওয়া যায় ও তা বিচ্ছিন্ন করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বাসা ও কলোনীর মালিকরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । তিতাস কর্মকর্তারা আরো জানান, এসব এলাকায় এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে কিন্ত কিছুদিন পর আবারো তারা অবৈধ সংযোগ প্রদান করে গ্যাস ব্যবহার শুরু করে।
অভিযান পরিচালনার সময় তিতাস অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, প্রকৌশলী সৈয়দ আবু সুফিয়ান, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, আনোয়ার হোসেন ও কায়সারসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply