বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে মে মাসের মাসিক অপরাধ সভা (২৪ জুন) ২০২০ইং তারিখ বুধবারে অনুষ্ঠিত হয়েছে । অপরাধ সভায় জেলা পুলিশের কোন সদস্য যে কোন ধরনের ঘুষ, দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কঠিন হুশিয়ারি দেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম।
অপরাধ সভার সভাপতি গাজিপুর জেলা পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম উপস্থিত সকলকে দুর্নীতি ও মাদক থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ করান। এছাড়াও জেলার অপরাধ নিয়ন্ত্রণের জন্য সকল অফিসারদের কাজে গতি আনার নির্দেশ দেন। অপরাধ ঘটার আগেই অপরাধীদের প্রতিহত করতে নির্দেশ দেন।
পুলিশকে জনগণের দ্বারগোড়ায় নিয়ে যাবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়। পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এছাড়াও সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক সকল সমস্যা প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক), সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply