বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি আমন মৌসুমে সাধারণ কৃষকদের নিকট থেকে ২০১৯-২০২০ইং অর্ধ বছরে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে ।
২৩ নভেম্বর শনিবার উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে গোলাপবাগ খাদ্য গুদাম চত্ত্বরে চলতি আমন মৌসুমে সাধারণ কৃষকদের নিকট থেকে ২০১৯-২০২০ইং অর্থ বছরে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে সার, বীজ, বিতরণ
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
আরও পড়ুনঃ সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাংবাদিকদের সাথে মত বিনিময়
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(অতিঃদাঃ) খন্দকার মোঃ মাহবুব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গেলাপবাগ খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিমাগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা শাহনাজ পারভীন, কামদিয়া খাদ্য গুদাম কর্মকর্তা আবু সাঈদ, গোলাপ আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আহম্মদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা।
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে বাসদ কেন্দ্রীয় আহবায়ক প্রয়াত আ ফ ম মাহবুবুল হকের স্বরণসভা
উল্লেখ্য চলতি আমন মৌসুমে উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্রান্তিক কৃষকদের নিকট থেকে লটারীর মাধ্যমে ৩ টি খাদ্য গুদামের আওতায় ৩ হাজার ৪শ ১৫ মেট্রিকটন ধান প্রতি মন ১ হাজার ৪০ টাকা দরে ক্রয় করা হবে ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply