বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে মোঃ আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারোদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে গতকাল সোমবার এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেবের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর সভার মেয়র আতাউর রহমান সরকার, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর রিমন তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ রন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক জয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সুমন চাকী প্রমুখ।
প্রস্ততি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উন্মুক্ত বক্তব্য রাখেন। এবার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ১শ ২৬ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply