বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
গাইবান্ধা থেকে সোবহান মন্ডলঃ— সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বিশাল শোক র্যালী, আলোচনা সভা,সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা, ১মিনিট নিরবতা মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পন শেষে বিশাল শোক র্যালীর নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সসদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। শোক র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পরিষদে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির নেতা নাজমুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মাষ্টার, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম রিপন, সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনায় করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply