বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— গোবিন্দগঞ্জে ২১১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতে বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় গাইবান্ধা ৪-গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করণের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু। গাইবান্ধা জেলা মৎস্য অফিসার আব্দুদ দাইয়্যান এর সভাপতিত্বে পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা মুমু, গোবিন্দগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সরকারী মৎস্য বীজ উৎপাদন খামার থেকে উপজেলার ১২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪শ’ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply