বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
গাইবান্ধা ( গোবিন্দগঞ্জ) থেকে মোঃ আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে কুঠিবাড়ী ঈদগাহ মাঠে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সহসভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন বর্মকর্তা জহিরুল ইসলাম, সফল কৃষক আব্বাস আলী. কৃষি সম্প্রসারণ অফিসার মোরতোবা আলী মানিক ও মোশাররফ হোসেন, উপসহকারী কৃষি অফিসার মশিউর রহমান, সহকারী সম্প্রসারণ অফিসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, উপসহকারী উদ্ভিদ সংসক্ষণ অফিসার মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মজিবুর রহমান ও সুভাষ চন্দ্র বর্মন, আওয়ামীলীগ নেতা সৈয়দ তোফায়েল আহমেদ এলিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাকিব খান লেবু প্রমুখ।
মেলায় বিভিন্ন ফলদ বৃক্ষের মোট ১৮টি ষ্টল অংশ গ্রহণ করেছে। এবারের প্রতিবাদ্য বিষয় ছিল “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’’। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলায় আগত স্কুল কলেজের শিক্ষাথী এবং কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।
মোঃ আব্দুস সোবহান
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply