বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— নাটোরে সিংড়ায় প্রয়োজনীয় কাগজপত্র ও ডাক্তার না থাকায় নাটোরের সিংড়া বাজারের গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র ও হাসনা ডেন্টার কেয়ার বন্ধ করে দিয়েছে সিংড়া উপজেলা প্রশাসন।
আরও পড়ুনঃ সিংড়ায় গ্রামবাসির অর্থায়নে নির্মিত চামারী ইউনিয়নের হোলাইগাড়ি সেতু
সোমবার সন্ধ্যায় পৌর শহরের কলেজপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ভিশন সেন্টার চক্ষু হাসপাতাল ও হাসনা ডেন্টার কেয়ারে অভিযান চালিয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এই বন্ধের দন্ডাদেশ দেন।
এসময় গ্রামীণ ভিশন সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে সাফিয়া আক্তার নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আরও পড়ুনঃ সিংড়ায় মরহুম ফজলার রহমানের স্মৃতি ফুনু সেতু উদ্বোধন
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে কোন সার্টিফিকেট ও কর্তব্যরত চিকিৎসক না পাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply