শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন আজ শনিবার (৮ আগস্ট) ধানমন্ডীর ৩২ নম্বর সড়কে বাঙালির স্বাধীন জাতিসত্তা নির্মাণের স্মৃতিময় স্বাক্ষী ৩২ নং ধানমন্ডীর বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য ১৫ আগস্ট ট্রাজেডিতে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং ঢাকা রিপোটার্স ইউনিটির(ডিআরইউ) ঢাকা রিপোটার্স ইউনিট মিলনায়তনে চট্টগ্রাম জার্নালিষ্ট ফোরামের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের শ্রদ্ধাঞ্জলি
এসময় চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চসিকের যাদেরকে নিয়ে মাঠে থাকবেন তাদের তিল পরিমান বিচ্যুতি, অনিয়ম বা নয়-ছয় করার প্রবণতাকে বরাদস্ত করবেন না। যারা যোগ্য, দক্ষ ও আন্তরিক তাদেরকে বুকে টেনে নিবেন। গণমাধ্যমসহ সকলের সহযোগিতায় সরকার সিটি কর্পোরেশন সহ সকল সেবা সংস্থার ভাবমূর্তীকে উজ্জ্বল করতে প্রত্যয়ী বলে তিনি উল্লেখ করেন। জনাব সুজন আরো বলেন, চট্টগ্রামের সন্তান যারা ঢাকায় সাংবাদিকতা করছেন তাঁরা আমাদের দূত। তাদের ইতিবাচক সমালোচনা পরামর্শ তিনি অবশ্যই আমলে নিবেন।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি শিমুল
মতবিনিময় সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, চট্টগ্রাম জার্নালিষ্ট ফোরামের সভাপতি সাহেদ ছিদ্দীকি, সাধারণ সম্পাদক মোরশেদ নোমান, সাবেক সভাপতি মোস্তফা কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাত, ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম চৌধুরী, দীপ্ত টেলিভিশনের হেড অব দ্য নিউজ ইব্রাহীম আজাদ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply