বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (২ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের অভিযানকালে নগরের জামালখান ও গনি বেকারি মোড় এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ না করে বেকারি পণ্য ও রেস্টুরেন্টের খাবার তৈরি ও বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে মেজ্জান হাইলে আইয়ুন রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা ও মডার্ণ গণি বেকারির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসে’র নেতৃত্বে আশকারদিঘীর পাড়ে বিভিন্ন দোকানের ফার্ণিচার ফুটপাতে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির দায়ে চার দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গতকাল সোমবার মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর বায়েজিদ বোস্তামী শিল্প এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিপণন করার দায়ে মধুবন সুইটস ইন্ডাস্টিজের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই দিন অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসে’র নেতৃত্বে পরিচালিত অভিযানে নন্দনকাননস্থ বৌদ্ধ মন্দির সড়কে সানমার আবাসন প্রকল্পের নির্মাণাধীন ভবনের নির্মান সামগ্রী রাস্তায় রেখে ও স্টেশন রোডের ফলের আড়তের সামনে বিভিন্ন ফলমূল রাস্তার ওপর রেখে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির দায়ে নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply