বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হৃত গৌরব পুনরুদ্ধার করতে হবে। সিটি কর্পোরেশনের মেটারনিটি হাসপাতালগুলো প্রসূতি মায়েদের সেবা প্রদানে নগরবাসীর আস্থার জায়গা। সে কারণে সারা বছরই প্রসূতি মায়েদের ভীড় দেখা যায়। অনেক দূর দুরান্ত থেকে মানুষ এখানে সেবা নিতে আসতেন।
তিনি আজ সকালে কাট্টলী মোস্তফা হাকিম সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালে পরিদর্শনকালে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
পরিদর্শনকালে ডাক্তার নাসিম ভুঁইয়া, ডাক্তার সুশান্ত, ডাক্তার ইফাত জাহান, ডাক্তার নোমান, ডাক্তার আইরিন, ডাক্তার সেলিনাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশাসক বলেন, একজন ডাক্তার জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে জীবনের ফুল ফোটান। তাই সকল ডাক্তারদের কর্মক্ষেত্রে আরো আন্তরিক হতে হবে। নিজের মতো করে নিজের কর্মস্থলকে সাজিয়ে নিতে হবে। অনিয়ম ও ব্যবস্থাপনাগত ত্রুটিরোধ করলে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবার কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ ও নিশ্চিত করতে হবে। সে লক্ষ্য,পরিকল্পনা ও দায়বদ্ধতা থাকা উচিত বলে জানান প্রশাসক।
করোনাকালীন সংকটে পড়তে না হয় সে জন্য সকলকে শতভাগ পেশাগত দায়বদ্ধতা নিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শনকালে প্রশাসক হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নিয়ে তাদের সাথে কথা বলেন এবং সেবা পেতে কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চান। প্রশাসক হাসপাতালে রোগী স্বল্পতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তার এই ঝটিকা অভিযান চলমান থাকবে। রাত কিংবা দিনে তিনি হাসপাতাল ভিজিট করবেন।
সিটি করপোরেশনের হাসপাতালগুলোর কোন অনিয়ম, দূর্নীতি কিংবা রোগীসেবা বঞ্চিতের অভিযোগ পেলে কর্তব্যরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন। এ সময় প্রশাসক হাসপাতালের রেজিস্টার, হাজিরা বহি, ওষুধপত্র ও মালামাল ষ্টোর তদারকী করেন এই হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও আয়-ব্যয় হিসাব দাখিলের নির্দেশনা দেন। প্রশাসক খোরশেদ আলম সুজন মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে চক্ষু ও ডেন্টাল হাসপাতাল কর্নার খোলার বিষয়ে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply