বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ খানঃ— মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিচ ইয়াবা বড়িসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নাচোল উপজেলার হাট বাকল গ্রামস্থ মোঃ রমেজ আলীর ছেলে মোঃএমদাদুল হক (৩৪) এবং গোসাইপুর গ্রামস্থ মোঃ নেজাম উদ্দিনের ছেলে মো. সবুজ আলী (২২)।
ইন্সপেক্টর মোঃ রায়হান আহমেদ খান জানান, গোপণ সূত্রে জানতে পারি আমনুরা এলাকায় কিছু ব্যক্তি মাদক বেচা-বিক্রি করে আসছে। এ খবর পাবার পর সহকারী পরিচালক আনিছুর রহমানের নির্দেশে এবং আমার নের্তৃত্বে উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মোঃ সোহরাব হোসেন, সিপাহি মোঃ মোস্তাফিজার রহমান ও হাবিবা খাতুন আমনুরায় যায়।পরে লুঙ্গি-গেঞ্জি পরে ক্রেতা সেজে সিপাই মোস্তাফিজার রহমানকে আমনুরা পাওয়েল মোড় এলাকায় পাঠানো হয়।
ইন্সপেক্টর মোঃ রায়হান আরো জানান, এক পর্যায়ে ২ জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ইয়াবা বিক্রির জন্য ছদ্দবেসে থাকা মোস্তাফিজারের নিকট আসে। এ সময় সাহসিকতার পরিচয় দিয়ে কৌশলে ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে মোস্তাফিজার।
১ হাজার ইয়াবা বড়ি, ১টি মোটরসাইকেল এবং ২ টি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply