বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
জয়পুরহাট থেকে সুলতান মাহমুদঃ জয়পুরহাটে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১২ টায় সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদ ভবনে প্রধান অতিথি হিসেবে এ অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
এসময় পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সহ পুলিশ কর্মকতার্, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য কালে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, জেলায় ৪৪টি বিট অফিস উদ্বোধন করা হবে। জনগণের সাথে বিট কর্মকতার্রা সার্বক্ষণিক পুলিশি সেবা দিয়ে যাবে। বিট কর্মকতার্দের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply