সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
নীলফামারী (জলঢাকা) থেকে হারুন অর রশিদঃ— জলঢাকা কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ২০১৮/১৯ অর্থ বছরের বরাদ্দকৃত স্যোলার প্যানেল খোয়া গেছে এমন অভিযোগ করেছেন মন্দিরের শুভানুধ্যায়ী ও সুশীল সমাজের অনেকে।
অভিযোগে বলা হয়েছে, ২০১৮/১৯ অর্থ বছরের প্রকল্পের ১৭ নং বরাদ্দকৃত স্যোলার প্যানেলটি দেওয়া হয় অথচ তা এখন পর্যন্ত লাগানো হয়নি। বরাদ্দের সেই সোলার কোথায় গেলো? কই আছে? এবং এখনো স্থাপন হলো না কেনো?? এমন অনেক প্রশ্ন উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজমান।
এ বিষয়ে মন্দিরের শুভানুধ্যায়ী জলঢাকা মুক্তিযোদ্ধা সৃতি সংরক্ষণ পরিষদের আহব্বায়ক উৎপল ভট্টাচার্য সংবাদিকদের বলেন, এটি মন্দিরের সম্পদ এটা নিয়ে টালবাহনার তো কিছু নাই আর এটা খোয়া যাবার তো কোন প্রশ্নোই আসেনা। আর যদি খোয়াই যায় তবে দোষিদের সর্বাত্বক শাস্তির দাবি জানাচ্ছি।
এছারাও মন্দিরের শুভানুধ্যায়ী শ্রী গৌতম রায়, ধনেশ্বর রায়, সন্তোষ রায় ও হেরম্ব কুমার রায় একই অভিযোগ করেন এবং এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply