মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
বরগুনা (তালতলী) থেকে মিজানুর রহমান নাদিমঃ— জলাতঙ্ক বিষয়ে নিজে সচেতন হই, এবং অন্যকে সচেতন করি, জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি, রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জলাতঙ্ক রোগ নির্মূলে বরগুনার তালতলী উপজেলার সকল কুকুরকে টিকা দেওয়ার লক্ষ্যে কুকুরের টিকা দান (এমডিভি) কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সিংড়ায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা কেন্দ্রে রোগীদের ভীড়
বুধবার সকাল থেকে উপজেলার প্রধান প্রধান সড়কসহ অলিগলিতে মাঠে-ময়দানে কুকুরকে জালের মাঝে আটক করে কুকুরের শরিরে টিকা দেওয়া হচ্ছে পাশাপাশি রং দিয়ে কুকুরকে চিহ্নিত করে ছেড়ে দেওয়া হচ্ছে। সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের তালতলী উপজেলায় মোট ২১ টি টিম কাজ করছে।
এবিষয়ে উপজেলা টিম লিডার মোঃ সুমন মিয়া বলেন, প্রথম দিনের কর্মসূচির প্রথম দিনেই আমাদের টিম গুলো ১.৩০.মিঃ পর্যন্ত প্রায় ৩৫০ টির মত কুকুরের শরিরে টিকা দেওয়া হয়েছে এবং ৫ দিন এ টিকাদান কর্মসূচি চলবে। তিনি আরো জানান পরবর্তী সময়ে টিকাযুক্ত কুকুর মানুষকে কামড় দিলে জলাতঙ্ক রোগ হবে না শতভাগ নিশ্চিত।
উল্লেখ্য, জলাতঙ্ক হলো প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত ভাইরাস জনিত একটি রোগ, যাতে মৃত্যু অনিবার্য।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply