বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসমাগম পরিহার করার লক্ষ্যে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অতি অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট খোলা রাখাসহ তিনটি বিধিনিষেধ উল্লেখ্য করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
আরও পড়ুনঃ করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, ২০ বাড়ি লকডাউন
গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
প্রথমত- অতি অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সকল দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান ও চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
আরও পড়ুনঃ অনাহারে আছে বিধবার পরিবার, শুনেই ছুটে গেলেন পুঠিয়া থানার ওসি
দ্বিতীয়ত- প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোন প্রকার যানবাহন জামালপুর জেলা থেকে বাইরে যাবে না এবং বাইরে থেকে এ জেলায় প্রবেশ করতে পারবে না।
তৃতীয়- বিধি-নিষেধে আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সবাইকে সকল স্বাস্থ্যবিধি মেনে চলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এগিয়ে আসার কথা বলা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply