বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— করোনা ভাইরাস পরিস্থিতিতে সীমিত আকারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ই মার্চ জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৭ই মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফৌজদারী মোড়ে ১০০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। ভোরে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আরও পড়ুনঃ পটুয়াখালী পৌরসভার উদ্যোগে দোয়া ও হুইল চেয়ার বিতরণ
সকাল ৯টায় জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের নিয়ে ১০০ পাউন্ড ওজনের কেক কাটেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ নেওয়াজসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply