বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— জামালপুরে সিভিল সার্জন, দুই চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীসহ জামালপুরে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শফিকুজ্জামান।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে র্যাবের অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার-১
নতুন ৬ জন নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা ৫৭ জনে পৌঁছলো। এর মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেওয়ানগঞ্জের এক ব্যক্তি। ইসলামপুরের দুই নারীর মৃত্যুর পর তাদের দেহ থেকে নেওয়া নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ এসেছিল। ওই দুই নারী নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩ জন।
নতুন আক্রান্তরা হলেন; জামালপুরের সিভিল সার্জন, জামালপুর জেনারেল হাসপাতালের ২ জন চিকিৎসক, ২ জন স্বাস্থ্যকর্মী ও সদর উপজেলার বাঁশচড়া বৈঠামারি গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ
জেলায় এ পর্যন্ত মেলান্দহে ৩ (ছাড়পত্রপ্রাপ্ত ২), মাদারগঞ্জে ১১, সরিষাবাড়ীতে ৩, বকশীগঞ্জে ৪ (ছাড়পত্রপ্রাপ্ত ২), দেওয়ানগঞ্জে ৩, ইসলামপুরে ৬ (মৃত ২) ও জামালপুর সদরে ২৭ জন ব্যক্তি আক্রান্তের তালিকায় রয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শফিকুজ্জামান জানান, আজ ময়মনসিংহ থেকে পাঠানো ১ম ও ২য় প্রতিবেদনে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। ৭ টি উপজেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১১২৭ জনের। সর্বশেষ নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১ জনের।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply