বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী শাহেদ হাসান (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্র নিহত এবং দুজন আরোহী গুরুতর আহত হয়েছে। ১৬ মার্চ বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া পলিশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুনারীতলা ইউনিয়নের কায়স্থপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহেদ হাসান ১৬ মার্চ বিকেলে তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। পথে বিকেল ৪টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া পলিশা মোড়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তারা তিনজন ছিটকে পড়েন। এতে শাহেদ হাসান ঘটনাস্থলেই নিহত হয়। সে গুনারীতলা ইউনিয়নের ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার সহযাত্রী একই গ্রামের গুরুতর আহত সোহেল রানা (১৬) ও জাকিরুল ইসলামকে (১৫) মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী একজন নিহত এবং দু’জন গুরুতর আহত হওয়ার ঘটনার কথা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply