মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— মাদারগঞ্জ-জামালপুর সড়কে মিলনবাজার এলকায় শুক্রবার সন্ধ্যায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো, মীম সাদিয়া আক্তার (দেড় বছর) ও রিয়াদ আহম্মেদ (১৬)। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত সাদিয়া উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহিরউদ্দিনের মেয়ে ও রিয়াদ একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
আহতরা হলেন, ইব্রাহীম (৪৮), আশা (২৫), লেমন সরকার (১৮), আলমগীর হোসেন (৫৫), সাব্বির (৬), শিফাত (১৮)। তাদের গুরুতর আহত অবস্থায় মাদারগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থার অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
প্রত্যাক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বালিজুড়ী বাজার থেকে মিলন বাজার যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে অটো গাড়ীর সাথে সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে।
মাদারগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর আহম্মেদ বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply