বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
পাবনা (ভাঙ্গুড়া) থেকে রাজিবুল করিম রোমিওঃ— পাবনার ভাঙ্গুড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।২৭/০২/২০২০ ইং,বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিস কর্তৃক আয়োজিত ভাঙ্গুড়া বাজার শাখা , সোনালী ব্যাংক লিমিটেড অফিস কার্য্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে আসল ও জাল নোট সনাক্ত করণের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশদ আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী এর উপ-পরিচালক তাপস কুমার মন্ডল।
অনুষ্ঠানে সোনলী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) মোঃ শাহিবুর রহমান সভাপতিত্ব করে তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার অফিসার ক্যাশ তানিয়া হক।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকছেদুর রহমান, বিআরডিবি অফিসার মামুনুর রশিদ, অগ্রণী ব্যাংক বড়াল ব্রিজ শাখার ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, ভাঙ্গুড়া বাজার শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, ময়দান দীঘি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আবিদ-উল-আলম, সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার সিনিয়র অফিসার মোঃ আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নাসির উদ্দীন, এনজিও প্রতিনিধি, সোনালী ব্যাংকের সাধারণ গ্রাহকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সন্মানিত সাংবাদিকবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply