বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বেতাগী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বরগুনা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৮ ডিসেম্বর জেলা পর্যায় বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে বাছাই কমিটির এক সভায় তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বাছাই করা হয়। ৪ জানুয়ারি ২০১৮ বেতাগীতে শিক্ষা অফিসার পদে যোগদান করেন। উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম তাকে বাছাই করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুনঃ বেনাপোলে ৫টি খাবার হোটেলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
জানা গেছে, তিনি ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বোটনীতে এমএসসি ডিগ্রী লাভ করেন। তার বাবা মোজাহারুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাত ভাই বোনের মধ্যে ৫ জনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি বাগের হাঁটের মোড়লগঞ্জ উপজেলায়। একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে প্রথম চাকরি জীবনে প্রবেশ করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে তিনি তার নিজ এলাকার বিদ্যালয় বিহীন গ্রামে ৫০ শতক জমি দান করে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় সহায়তা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply