বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (TGTDCL) এর উপ মহাব্যবস্থাপক প্রকৗশলী আবু সাদাৎ মোঃ সায়েম (জোবিঅ-আশুলিয়ার) এর নেতৃত্বে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪ইং) দিনব্যাপী জোবিঅ-আশুলিয়ার আওতাধীন গাজিপুরের বাগবাড়ি ও কাশিমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপ মহাব্যবস্থাপক প্রকৗশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, জোবিঅ-আশুলিয়া আওতাধীন গাজিপুরের বাগবাড়ি ও কাশিমপুর এলাকায় মোট ০৫টি পয়েন্ট থেকে একটি অসাধু মহল আমাদের মূল সরবরাহ গ্যাস লাইন থেকে নিম্নমানের এবং দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে ০৩ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন সহ বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে আসছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬০০ মিটার অবৈধ পাইপ লাইন বিচ্ছিন্নসহ প্রায় ৭০০ (সাত) শতাধিক বাসাবাড়ির অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। সর্বমোট উত্তোলনকৃত পাইপ ১,৯৬৮ ফুট ।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে আশুলিয়া আওতাধীন জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগণ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply