মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
জয়পুরহাট থেকে সুলতান মাহমুদঃ জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র মৃত্যুবরণ করলে সেখানে আগামী অক্টোবরে উপ-নির্বাচন এবং এর মাত্র ৩ মাস পর ২০২১ সালের জানুয়ারীতে এ পৌরসভার সকল পদে আবারো নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে সরব অবস্থা চলছে এ পৌরসভায়।
এসব নির্বাচনকে কেন্দ্র করে এবারে জয়পুরহাটে প্রথম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো কালাই পৌরসভায়। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার একটি চালকল মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করেন কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল। আগামীতে পরপর দু’টি পৌরসভা নির্বাচনে বেলালকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করা হয় এ কর্মী সম্মেলনে ।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন- মেয়র প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, কালাই উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রত্না রশিদসহ অন্যান্যরা।
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী ছাড়াও সাড়ে ৩ হাজার নির্বাচনী কর্মী এতে অংশ গ্রহন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply