বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠিতে পৃথক অগ্নিকান্ডে ৫টি বসতঘর ও চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (২মার্চ) ভোর রাতে রাজাপুর উপজেলার বাদুরতলা বাজারে আগুন লেগে ১টি বসতঘর ও চারটি দোকান ও রবিবার (১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামে চারটি বসতঘরে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। পৃথক এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন ভোক্তভোগিরা।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে দুই নদীর পারে দখলকরা অবৈধ উচ্ছেদ অভিযান শুরু
পৃথক সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৪ টায় দিকে রাজাপুর উপজেলার বাদুরতলা বাজারে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। আর এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবি করেছেন। ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পুরে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা হলেন, শাহজাহান, সৈয়দ আলী ফকির, মোতালেব তালুকদার, হানিফ হাওলাদার ও সঞ্জিব চন্দ্র শিলের সেলুনসহ বসতঘর। রাজাপুর ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, কেউ না থাকায় অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। অপরদিকে কাঠালিয়া উপজেলার তালগাছিয়া এলাকার শাহজাহান হাওলাদার, এনায়েত হোসেন, লাল চান ও লোকমান হোসেন এর বসতঘর পুরে যায়। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে “পুলিশ মেমোরিয়াল ডে- ২০২০” উদযাপন
এ বিষয়ে কাঠালিয়া ইউএনও আকন্দ মোঃ ফয়সাল উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply