মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— অবৈধভাবে ইটের পাজা স্থাপন করে বে-আইনিভাবে ইট পোড়ানোর অভিযোগে ঝালকাঠির রাজাপুরের পুর্ব পুটিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে একটি ইটের পাজা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ভেঙে গুড়িয়ে দেয়া হয় পাজার অবৈধ (ড্রাম) চিমনি। পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে ধ্বংস করা হয় পাজায় থাকা কয়েক হাজার কাঁচা ইট। এ সময় পাজার মালিক প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে বিদেশ ফেরত একজনকে জরিমানা
শুক্রবার (২০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিন পুটিয়াখালী এলাকার অহেদুল ইসলামের মালিকানাধীন ইটের পাজায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার। এতে অংশগ্রহণ করে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল।
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ায় জীপ ভর্তি অর্ধলক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ
অভিযান শেষে ইউএনও মোঃ সোহাগ হাওলাদার জানান, অবৈধভাবে ইটের পাজা স্থাপন করে ইট পোড়ানোর দায়ে পাজাটির চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply