বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুরে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কমিটির শ্রম ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মুকুল মৃধা। কমিটিতে প্রকৃত আওয়ামী লীগ পরিবারের সদস্যদের অবমূল্যায়ন করা, পাশাপাশি বিএনপি, জামায়াত ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে অন্তঃর্ভূক্ত করায় তিনি এ দাবি করেন।
বুধবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি করার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আমল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন। গত ৫ ডিসেম্বর দলের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি দলের সভাপতি পদের দাবিদার থাকলেও তিনি তা পাননি। পরে পূর্ণাঙ্গ কমিটি করার সময় তাকে সহ-সভাপতি করার কথা ছিল। কিন্তু আহবায়ক কমিটি তাকে আগের শ্রম ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদেই বহাল রাখে। ফলে দল তাকে যথাযথ মূল্যায়ন করেনি বলে দাবী করেন তিনি।
তিনি আরো বলেন, নতুন কমিটিতে প্রকৃত আওয়ামী লীগের লোকজনকে মূল্যায়ন করা হয়নি। বিপরীতে দল বদল করা সাবেক বিএনপি-জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যসহ মোট সাতজনকে আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদে অন্তঃর্ভূক্ত করা হয়েছে। যা দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন এই দলটির জন্য ভবিষ্যতে বিপদ বয়ে আনবে। তাই অবিলম্বে বিতর্কিত নতুন কমিটি বাতিল করে প্রকৃত আওয়ামী লীগ পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান বলেন, ‘দল বদল করা লোকজন নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেনা। চাহিদা অনুযায়ী পদ না পাওয়ার মনকষ্ট থেকে হয়তো তিনি এ অভিযোগ করেছেন, যা সত্য নয়।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply