বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে ঝালকাঠিতে জেলা টাক্সফোর্স কমিটির ত্রৈমাসিক সভা এবং সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) ১১টায় ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস এর আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে ৬ মাসে কোরআন মুখস্থ করলেন বায়েজিদ, স্বল্প সময়ে আরও ২ শিশু
জেলা প্রশাসক ও জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি মোঃ জোহর আলী এতে সভাপতিত্ব করেন। সিভিল সার্জন ও জেলা টাক্সফোর্স কমিটির সদস্য সচিব ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার ও শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস সংশ্লিষ্ট আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।
আরও পড়ুনঃ বেনাপোল কলেজে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উক্ত কর্মশালার আলোচনায় অংশ নেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী, মহিলা বিষযক অধিদফতরের উপপরিচালক মোঃ আলতাফ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ মহসিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার শাকিল খান, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক রায়, ফায়ার সার্ভিসের ডিএডি মোঃ সেলিম প্রমূখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply