বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ— বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কাঠঘর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্র চালক জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে অপর ৪ জন।
২৬ এপ্রিল রবিবার বিকেলে বরিশাল-পটুয়াখালি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আরও পড়ুনঃ রাজাপুরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে তথ্য অফিসের সচেতনতামূলক পথ প্রচার
নলছিটি থানার সাব ইন্সপেক্টর মোহম্মদ রাসেল জানান, বরিশাল থেকে পটুয়াখালির দিকে যাচ্ছিল একটি মাহেন্দ্র। মাহেন্দ্রটি দপদপিয়া ইউনিয়নের কাঠঘর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা এম খান গ্রুপের ট্যাংকলরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মাহেন্দ্র চালক জাকির হোসেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। আহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply