শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ ঝালকাঠির বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনিস শিকদারের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনিস উদ্দিন সিকদার রবিবার রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে রাত ১২ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। ঝালকাঠি আইনজীবি সমিতির চত্বরে দুপুর ১ টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। এরপর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন।
এ সময় ঝালকাঠি আইনজীবি সমিতির সভাপতি ও পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত মোঃ খলিলুর রহমান, এনডিসি আহমেদ হাসান, ডেপুটি কমান্ডার দুলাল সাহা, উপস্থিত ছিলেন। এরপর দুপুর ২ টায় ও ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার শেষে পৌর গোরস্তানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনিস শিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৪ দলে মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু । জাতীয় পার্টির জেলা শাখার আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন আনু, বিএনপি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর। ঝালকাঠি নাগরিক ফোরাম, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখা।
জানাযায় উপস্থিত ছিলেন ঝালকাঠির পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদসহ শতশত মুসল্লি। ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের মাওলানা খলিলুর রহমান জানাযার নামাজের ইমামতি করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ঝালকাঠির একজন প্রবীন রাজনীতিবিদ ও সিনিয়র বিজ্ঞ আইনজীবি ছিলেন। তাঁর মৃত্যুতে ঝালকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply