বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— সচিবালয়ের মতো সম কাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সরকারি দপ্তরে আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিতকরন, অবসর এর বয়স ৬৫বছর নির্ধারনসহ ৫ দফা দাবি পুরনে পটুয়াখালীতে মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সরকারি কর্মজীবীরা অংশগ্রহন করেন। এ সময় সচিবালয়ের মতো সম কাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সরকারি দপ্তরে আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিতকরন, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন সিকদার, জেলা কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ফোরকানুজ্জামান, মহিলা সম্পাদিক খাদিজা বেগম, সাংগঠনিক সম্পাদক ফনিভ‚ষন রায়, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নাজেম আলী প্রমুখ।
মানব বন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হাফিজের হাতে ৫দফা সম্বিলিত স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply