বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ গত দুইদিন ঠাকুরগাঁওয়ে কেউ করোনায় আক্রান্ত সনাক্ত না হলেও আজ নতুন করে স্বামী-স্ত্রীসহ মোট ৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় রয়েছেন ৫ জন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৭৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২জন।
আরও পড়ুনঃ মাল্টার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
ঠাকুরগাঁও সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে দুইজনের বাসা পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাজীপাড়ায়। তারা সম্পর্কে ভাই। তাদের একজনের বয়স ৪৪ বছর এবং আরেকজনের বয়স ৫১ বছর। শহরের শান্তিনগরে আক্রান্ত হয়েছেন দুজন স্বামী-স্ত্রী। এছাড়া সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে আক্রান্ত হয়েছেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। অপরদিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট নামক এলাকায় আক্রান্ত হয়েছেন ৫৪ বছর বয়সী একজন পুরুষ।
শুক্রবার (১৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে ৬ জন (সদর উপজেলা-৫ জন এবং বালিয়াডাঙ্গী-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। পূর্বের রিপোর্টসহ এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ২৭৩ জন, যাদের মধ্যে ২১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
আরও পড়ুনঃ বিশ্বখ্যাত এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজে নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ শুরু
এছাড়াও আজ ঠাকুরগাঁও থেকে সন্দেহভাজন ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরে প্রেরণ করা হয়েছে জানিয়ে তিনি প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঠাকুরগাঁওবাসিকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
উল্লেখ্য, এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম হরিপুরে ২ জন ও পীরগঞ্জে ১ জন করোনা শনাক্তের পর। গত (১৩ জুলাই) সর্বশেষ ঠাকুরগাঁওয়ে ৫ জন শনাক্ত হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply