বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁও জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিময় ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার শহরের হাওলাদার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাও মারমা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মো: শফিকুল ইসলাম, বিপ্লব ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।
সভায় জেলার ইট ভাটাগুলোতে আগুন দেওয়ার ব্যাপারে বিভিন্ন সমস্যা তুলে ধরেন সংগঠনের নেতারা। প্রধান অতিথি যাবতীয় আইন মেনে ভাটা পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। তবে তিনি চলমান উন্নয়নে ইটের প্রয়োজনীয়তা উল্লেখ করে ভাটাগুলি পরিচালনায় ছোটখাটো সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply