মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ককে আটক করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে।
সোমবার বেলা ২টার দিকে ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আতিকুল ইসলাম আতিক (৩৫) নামে এই সহায়ককে আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সম্মিলিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল সোমবার দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসে গিয়ে এ অভিযান শুরু করে।
দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, শহিম উদ্দীন নামে একজন স্কুল শিক্ষক কিছুদিন আগে ওই কার্যালয়ে পাসপোর্ট করতে যান। সে সময় আতিকুল তার কাছে ঘুষ দাবি করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর একটি দল অভিযান চালিয়েছে। এসময় পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলাম আতিককে হাতেনাতে ঘুষের ২১ হাজার টাকাসহ আটক করা হয়।
আতিকুলকে ঠাকুরগাঁও থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা আশিকুর রহমান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply