বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— বৃহস্পতিবার (২২শে আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর মন্ডলপাড়ায় দুই বাসের সংঘর্ষে গাড়ি চালকসহ নিহত হয়েছে ৩ জন ও আহত হয়েছে প্রায় ২০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে রাজু পরিবহন ও সোনার বাংলা নামক বাস দুইটি পঞ্চগড় যাওয়ার সময় সালন্দর মন্ডলপাড়ায় রাজু পরিবহন বাসটি থামলে পিছনে থাকা সোনার বাংলা বাসটির সংঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনা স্থলেই দুইজন মারা যায়। পরে খবর পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যায়।
নিহতরা হলেন, রাজু পরিবহনের চাকল বাবুল, অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা কামরুজ্জামান, আব্দুল কালাম আজাদ। আহতদের নাম ও ঠিকানা এখনো পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার এস আই ফিরোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেছি এবং ঘটনা স্থলেই দুই জন মারা যায় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন মারা গেছে বলে জানা গেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply